মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি
ক্রমান্বয়েই কমছে দেশের তাপমাত্রা। এ বছর প্রথমবারের মতো মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন এই তাপমাত্রা ছিল। এর আগে এ বছর এত নিচে সর্বনিম্ন তাপমাত্রা নামেনি।
সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাটে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১ ডিসেম্বর তেঁতুলিয়ায় ছিল সর্বনিম্ন ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তার আগের সর্বনিম্ন তাপমাত্রার বেশিরভাগই তেঁতুলিয়ায়। তবে সেখানে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।
এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।
বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
সারাদেশে মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং বুধবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তার পরবর্তী পাঁচদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার ঢাকায় সূর্য উঠবে ভোর ৬টা ২৬ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
from tv
Post a Comment