ভারতের বিশ্বকাপ দলে ডাক পেলেন ফুচকা বিক্রেতা এই ক্রিকেটার
আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের জন্য সোমবার দল ঘোষণা করেছে ভারত। এই দলে সুযোগ পেয়েছে ১৭ বছর বয়সি যশস্বী জসওয়াল। ক্রিকেট প্র্যাকটিসের ফাঁকে ফুচকা বিক্রি করে আর্থিক উপার্জন করত মুম্বাইয়ের এই কিশোর ক্রিকেটার।
পেশায় ফুচকা বিক্রেতা হলেও ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসার প্রতিদান পেলেন যশস্বী। নিয়মিত ক্রিকেট প্র্যাকটিস করেছেন। আর প্র্যাকটিসের পরে প্রায তিন বছর তাঁবুতে রাত কাটাতে হয়েছে দরিদ্র ক্রিকেটারটিকে। আজাদ ময়দানে রাম লীলা'র সময় ফুচকা বিক্রি করে কিছু টাকা অপার্জন করতে সে।
জন্ম উত্তরপ্রদেশের সুরিয়ায় হলেও ১১ বছর বয়সে বাবার হাত ধরে বাণিজ্য নগরীতে চলে আসেন যশস্বী। তখন থেকে ক্রিকেট খেলা শুরু এবং ক্রিকেট খেলার ফাঁকে ফুচকা ও পুরি বিক্রি করতে হত তাকে। ফুচকা বিক্রেতা এই ছেলেটি এবার বিশ্বকাপে ভারতীয় দলের জার্সিতে মাঠে নামবে।
১৭ বছরের যশস্বী মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে একটি মাত্র ম্যাচ খেলেছেন। গত মরশুমে রঞ্জি ট্রফিতে ছত্রিশগড়ের বিরুদ্ধে প্রথমশ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। তবে এখনও পর্যন্ত ন'টি লিস্ট-এ ম্যাচ খেলেছে যশস্বী। চলতি বছর বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়ে। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ১৫৪ বলে ২০৩ রানের ইনিংস খেলে প্রতিভার পরিচয় রাখে মুম্বইয়ের বাঁ-হাতি। ইনিংসে ১২টি ছক্কা ও ১৭টি বাউন্ডারি মারে কিশোর এই ক্রিকেটারটি। যশস্বীকে ইতিমধ্যেই বাঁ-হাতি বিরাট কোহলি বলে ডাকা হচ্ছে।
ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে অনবদ্য পারফরম্যান্স রয়েছে। কনিষ্ঠ ক্রিকেটার লিস্ট-এ ক্রিকেটে দ্বি-শতরান করার নজির রয়েছে যশস্বীর। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর যশস্বীর বাবা ভূপেন্দর কুমার জসওয়াল বলেন, 'ছোট থেকেই স্বপ্ন দেখত একদিন ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করবে। সেই স্বপ্নই এবার পূরণ হতে চলেছে।'
অর্ধেক দিন না-খেয়েই রাত কাটাতে হয়েছে প্রতিশ্রুতিময় এই ক্রিকেটারকে। নতুন বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকায় বসছে যুব বিশ্বকাপের আসর। ১৩তম অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ শুরু হবে ১৭ জানুয়ারি, ২০২০। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। ১৬টি দল অংশ নেবে আইসিসি-র এই টুর্নামেন্ট। এখনও পর্যন্ত সবচেয়ে বেশিবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০১৮ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পৃথ্বী শ'র নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন প্রিয়ম গর্গ।
from tv
Post a Comment