➤BanglaTvSeial.Cf আমাদের নতুন সাইট এখানে সকল দরনের নতুন Tv Seial সবার আগে দেওয়া হয় তাই এখনি ভিজিট করুন। ➤ যে কোন ধরনের চাকরির খবর পেতে আমাদের rejobbd.blogspot.com ভিজিট করুন।➤ NewsBangla.websiteযেকোন সময় দেশবিদেশের খবর পেতে আমাদের নিউজ সাইট ব্যবহার করুন।➤BlogBD.ga যে কোন ট্রেনিকাল পোষ্ট পেতে আমাদের ব্লগ সাইট ব্যবহার করুন।

আইপিএলে প্রত্যেক দল কত টাকা খরচ করতে পারবে?

আইপিএলে প্রত্যেক দল কত টাকা খরচ করতে পারবে?আইপিএলে প্রত্যেক দল কত টাকা খরচ করতে পারবে?

২০২০ সালের ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে পর্দা উঠবে আইপিএলের ত্রয়োদশ সংস্করণের। এরই মধ্যে ট্রেডিং উইন্ডো বন্ধ হয়ে গেছে। আগামী ৩০ ডিসেম্বর সিটি অব জয়খ্যাত কলকাতায় বসবে এবারের আসরের মেগা নিলাম।

এজন্য ক্রিকেটারদের নাম তালিকাভুক্ত করার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। এসময় পর্যন্ত তাতে ৯৭১ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন। এ লিগে অংশগ্রহণকারী ৮টি দলে পড়ে আছে ৭৩টি শূন্যস্থান।

এগুলো পূরণের জন্য এত সংখ্যক ক্রিকেটার নথিভুক্ত হওয়ায় স্বভাবতই বিড়ম্বনায় পড়বে আইপিএল কমিটি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৯ ডিসেম্বরের মধ্যে নিলামের জন্য বাছাই করা ক্রিকেটারের নাম জমা দিতে বলেছে তারা।

২০১৯ আইপিএলে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির বাজেট বেঁধে দেয়া হয় ৮২ কোটি টাকা। তবে আসন্ন আইপিএলে আরো ৩ কোটি টাকা বেশি খরচ করতে পারবে প্রতিটি দল।

সবমিলিয়ে নিলামে ৮৫ কোটি টাকার দল গড়তে পারবে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি। গেল মৌসুমের প্লেয়ার্স ড্রাফটের পর হাতে যে পরিমাণ উদ্বৃত্ত রয়েছে, সেটার সঙ্গেই যুক্ত হবে এ ৩ কোটি টাকা।



from tv

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget