সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, আকরাম খান
আইসিসির ফিউচার ট্যুর অনুযায়ী জানুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু ডিসেম্বর এসে গেলেও এই সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তার শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারছে না দেশের ক্রিকেট কর্তা। তবে দেশের সরকারের সবুজ সংকেত পেলে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ, এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন, ‘সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে আমরা পাকিস্তানের সাথে আলোচনা শুরু করবো। কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সংকত পাইনি। সব কিছুই নির্ভর করছে সরকারের ওপর। একই সাথে সরকারের সংকেত পেলেও আমরা খেলোয়াড়দের সঙ্গে বসবো।’
গত মাসে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাকিস্তান সফরে গিয়েছিলো। তাদের প্রতিবেদন অনুযায়ী সরকার সন্তুষ্ট হলে পাকিস্তান সফরে যেতে কোনো বাধা নেই। কিন্তু যদি সরকারের সবুজ সংকেতের দেখা না মিলে?
আকরাম জানান, সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের এই হোম সিরিজ আয়োজনের প্রস্তাব করবে বিসিবি, ‘কোনো কারণে সরকারের কাছ থেকে ছাড়পত্র না পেলে আমাদের নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের আলোচনা করতে হবে। এই মুহূর্তে নিরাপত্তা প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি।’
from tv
Post a Comment