➤BanglaTvSeial.Cf আমাদের নতুন সাইট এখানে সকল দরনের নতুন Tv Seial সবার আগে দেওয়া হয় তাই এখনি ভিজিট করুন। ➤ যে কোন ধরনের চাকরির খবর পেতে আমাদের rejobbd.blogspot.com ভিজিট করুন।➤ NewsBangla.websiteযেকোন সময় দেশবিদেশের খবর পেতে আমাদের নিউজ সাইট ব্যবহার করুন।➤BlogBD.ga যে কোন ট্রেনিকাল পোষ্ট পেতে আমাদের ব্লগ সাইট ব্যবহার করুন।

প্রথমবারের মতো বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশি কোম্পানিতে ভরসা রাখলো বিসিবি

প্রথমবারের মতো বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশি কোম্পানিতে ভরসা রাখলো বিসিবিপ্রথমবারের মতো বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশি কোম্পানিতে ভরসা রাখলো বিসিবি

আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের সপ্তম আসর। এর আগে ৮ তারিখ হবে উদ্বোধনী অনুষ্ঠান। আসন্ন বিপিএলকে সামনে রেখে সংস্কার করা হচ্ছে ‘হোম অব ক্রিকেট- মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া চেয়ার বদলে বসানো হচ্ছে নতুন চেয়ার। 

এর আগে বিদেশ থেকে আমদানিকৃত চেয়ারেই আস্থা থাকলেও এবার সেটি না করে দেশি কোম্পানির উপর আস্থা রাখছে বিসিবি। সন্তোষজনক মানসম্পন্ন চেয়ার সরবরাহ করতে পারলে ভবিষ্যতে বিদেশ থেকে চেয়ার আনবেনা বিসিবি, জানিয়েছেন দেশের ক্রিকেট বোর্ডের বস নাজমুল হাসান পাপন।

নর্দার্ন গ্যালারিতে চেয়ার বসতে শুরু করেছে দুদিন আগে থেকে, গতকাল বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনে এসে গ্যালারিতে বসা নতুন চেয়ারও দেখতে যান পাপন। পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান যেমন চেয়েছেন তেমন চেয়ারই দেশের সুনামধন্য প্লাস্টিক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি সরবরাহ করেছে। তবে মান কেমন সেটাই এখন দেখার বিষয়।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আগের কোম্পানি আছে, কিন্তু আমরা প্রথমবারের মতো দেশীয় কোম্পানি থেকে চেয়ার নিয়েছি। আমরা আরআফএল থেকে হাজার পাঁচ-দশেক চেয়ার নিয়ে দেখতে চাচ্ছি কী অবস্থা। এগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আমাদের ভবিষ্যতে বাইরে যাওয়ার দরকারই নেই। ওইটা দেখতে এসেছি চেয়ারগুলো কেমন হয়েছে। 

ওজন, সাইজ সবকিছু ওরা ঠিক মতোই বানিয়ে দিয়েছে। এখন দেখা যাক কতদিন টেকসই হয়। যদি টেকসই হয় তাহলে আমরা সব সময় দেশীয় জিনিসের দিকেই যাবো।’



from tv

Post a Comment

[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget